খবর২৪ঘণ্টা,আন্তর্জাতি ডেস্ক: প্রায় তিন দিন পর সচল হল যুক্তরাষ্ট্র সরকার। দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় সোমবার রাতে সরকারের অচলাবস্থার অবসানে একটি চুক্তি স্বাক্ষর করেন। ট্রাম্প প্রশাসনের জ্যৈষ্ঠ এক কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে মঙ্গলবার প্রভাবশালী মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এ খবর প্রকাশ করেছে।
সিনেটের সংখ্যালঘিষ্ঠ নেতা চাক শুমার ও সংখ্যাগরিষ্ঠ নেতা মিচ ম্যাককনেলের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হওয়ার পর সোমবার নিম্নকক্ষ ও সিনেটে সরকারের অচলাবস্থার অবসানে ভোটাভুটি হয়। অভিবাসন সম্পর্কিত বিষয়ে নিশ্চয়তা নিয়ে ওই চুক্তিটি স্বাক্ষরিত হয়।
অভিবাসন নিয়ে ট্রাম্পের বিতর্কিত অবস্থানের কারণে বাজেট বরাদ্দের বিষয়ে ঝামেলা হচ্ছিল। কিন্তু সে বিষয়ে সমঝোতা হওয়ায় আগামী ৮ ফেব্রুয়ারি পর্যন্ত যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের বাজেট বরাদ্ধের বিষয়ে আনা প্রস্তাবটি সোমবার ২৬৬-১৫৯ ভোটে পাশ হয়েছে। বরাদ্ধ পাওয়ায় বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মীরা মঙ্গলবার সকালে কাজ যোগ দেবেন বলে আশা করা হচ্ছে।
খবর২৪ঘণ্টা.কম/রখ