নিজস্ব প্রতিবেদক : গত তিন ধরে রাজশাহী মহানগরীর প্রাণকেন্দ্র সাহেব বাজার বড় মসজিদের সামনে হিরো কোম্পানীর ১০০ সিসি মোটরসাইকেল পড়ে রয়েছে। একই স্থানে তিন দিন ধরে থাকলেও এর মালিকের কোন খোঁজ পাওয়া যায়নি বা মালিক মোটরসাইকেলটি নিতে আসেনি। মোটরসাইকেলের নম্বর প্লেট নেই। তবে সামনে ইংরেজিতে প্রেস লেখা রয়েছে। স্থানীয় দোকানীরা জানান, গত তিন দিন ধরে মোটরসাইকেলটি একই স্থানে রয়েছে। এর মালিক এটি নিতে না আসায় পুলিশকে জানানো হয়। পুলিশ
ঘটনাস্থলে গিয়ে একটি তালা দিয়ে যায়। সোমবার রাত সাড়ে ৭টার দিকে এ রিপোর্ট লেখা পর্যন্ত মালিকের সন্ধান পাওয়া যায়নি। বিষয়টি নিয়ে ওই এলাকায় আলোচনার সৃষ্টি হয়েছে। এ বিষয়ে নগরীর বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ ওসি নিবারন চন্দ্র বর্মন বলেন, মোটরসাইকেলটি থানায় নিয়ে আসা হবে। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
আর/এস