বাগমারা প্রতিনিধি:
রাজশাহী বাগমারা উপজেলার তাহেরপুর পৌরসভায় রাজা কংশ নারায়ন রায় বাহাদুরের ঐতিহ্যবাহী শ্রী শ্রী গোবিন্দ ও দুর্গা মাতা মন্দির পরিদর্শন করলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেন বিবিএম, পিপিএম। সোমবার বিকেল ৪ টায় রাজা কংশ নারায়ন রায় বাহাদুুরের দুর্গা মন্দির পরিদর্শন করেন তিনি।
পরিদর্শন শেষে মন্দির প্রাঙ্গণে শ্রী শ্রী গোবিন্দ ও দুর্গা মাতা মন্দির কমিটির সভাপতি নিশিথ কুমার সাহার সভাপতিত্বে এবং তাহেরপর পৌর আ’লীগের সহ-দপ্তর সম্পাদক জাহিদ আকরামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাজশাহীর পুলিশ সুপার এ. বি. এম মাসুদ হোসেন, বিপিএম (বার)। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার সরকার, তাহেরপুর পৌরসভার মেয়র আবুল কালাম আজাদ।
এ সময় উপস্থিত ছিলেন রাজশাহীর অতিরিক্ত পুলিশ সুপার মাহামুদুল হাসান, সহকারী পুলিশ সুপার (বিশেষ শাখা) রুবেল হোসেন. বাগমারা থানার অফিসার ইনচার্জ আতাউর রহমান, দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ খুরশীদা বানু কণা, বাগমারা থানার ওসি তদন্ত আফজাল হোসেন, সেকেন্ড অফিসার মনিরুল ইসলাম, তাহেরপুর পৌর আ’লীগে সভাপতি আবু বাক্কার মৃধা মুনসুর, শ্রী শ্রী গোবিন্দ ও দুর্গা মাতা মন্দিরের সাধারণ সম্পাদক চিরঞ্জিব রায়, তাহেরপুর ডিগ্রী কলেজের অধ্যক্ষ তোফাজ্জল হোসেন, প্যানেল মেয়র বাবুল খাঁ প্রমুখ।
এস/আর