নিজস্ব প্রতিবেদক :
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক রায় দেওয়ায় ও প্রহসনের রায় বাতিলের দাবীতে রাজশাহী মহানগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়েছে। শনিবার বিকেলে নগরীর মালোপাড়াস্থ বিএনপি দলীয় কার্যালয়ের সামনে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়। রাজশাহী মহানগর ও জেলা ছাত্রদলের আয়োজনে বিক্ষোভ মিছিল প্রধান
অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু, এছাড়া আরো উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগর ছাত্রদলের সভাপতি আসাদুজ্জামান জনি, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি, রাজশাহী জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শরীফ সহ বিএনপি ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। সমাবেশ থেকে দ্রুত তারেক রহমানসহ বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে দেওয়া রায় বাতিল ও খালেদা জিয়ার মুক্তি দাবি করা হয়। ছাত্রদলের নেতাকর্মীরা বিক্ষোভ
মিছিল বের করলে পুলিশ বাধা দেয়। পুলিশি বাধায় মিছিলটি সামনে এগুতে না পেরে সেখানেই সমাবেশ করে। মিছিলের সময় পুলিশের বিপুল সংখ্যক সদস্য সমাবেশের চারপাশ ঘিরে রাখে।
খবর ২৪ ঘ ন্টা/এমকে