তানোর প্রতিনিধি: তানোরে ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেফতার করেছে তানোর থানা পুলিশ। সোমবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে তানোর থানার এএসআই শরিফুল ইসলাম সংগীয় ফোর্সসহ অভিযান চালিয়ে তার মামার বাড়ি পৌর এলাকার ভদ্রখন্ড গ্রাম থেকে তাকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃতদের জেল হাজতে প্রেরন করা হয়েছে।
তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল ইসলাম জানান, তানোর পৌর এলাকার জিওল গ্রামের কামাল হোসেনের পুত্র সোহেল রানার বিরুদ্ধে পারিজারি মামলায় ৬ মাসের করে সাজা প্রদান করেন আদালত। এর পর থেকে সে পলাতক থাকে। সোমবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাকে গ্রেফতার করেছেন। গ্রেফতারকৃতকে মঙ্গলবার দুপুরে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
খবর২৪ঘণ্টা.কম/রখ