রাজশাহীর তানোরে ৪০ লাখ টাকা মূল্যের ৪২৫ গ্রাম হেরোইনসহ মোহাম্মদ আলী (১৮) নামের এক যুবককে আটক করেছে র্যাব-৫। আটক যুবক চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের জশোল পশ্চিমপাড়া গ্রামের মৃত ইব্রাহিমের ছেলে। আজ রোববার দুপুর আড়াইটার দিকে তানোর থানাধীন ধামধুম এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
র্যাব জানায়, র্যাব-৫ রাজশাহীর সিপিএসসি মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে রাজশাহীর জেলার তানোর থানাধীন ধামধুম এলাকায় অভিযান চালিয়ে ৪২৫ গ্রাম হেরোইনসহ মোহাম্মদ আলীকে আটক করে। আসামীর বিরুদ্ধে রাজশাহী জেলার তানোর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
এস/আর তানোরে ৪০ লাখ টাকার
হেরোইনসহ যুবক আটক