তানোর প্রতিনিধি: তানোরে ২ বছরের সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেফতার করেছে তানোর থানা পুলিশ। মঙ্গলবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে তানোর থানার এসআই আবু রায়হান সরদার সংগীয় ফোর্সসহ অভিযান চালিয়ে তার শশুর বাড়ি নিয়ামতপুর উপজেলার খড়িবাড়ি এলাকা থেকে তাকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃতদের জেল হাজতে প্রেরন করা হয়েছে।
তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল ইসলাম জানান, তানোর পৌর এলাকার গোকুল গ্রামের শাহার আলীর পুত্র সুফিয়ান মৃধার বিরুদ্ধে যৌতুক মামলায় ২ বছরের সাজা প্রদান করেন আদালত। এর পর থেকে সে পলাতক থাকে। মঙ্গলবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাকে গ্রেফতার করেছেন। গ্রেফতারকৃতকে বুধবার সকালে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
খবর২৪ঘণ্টা.কম/রখ