তানোর প্রতিনিধি: রাজশাহীর তানোরে এরশাদ আলী (৩২) নামে এক ব্যক্তিকে ২০০পিচ ইয়াবাসহ গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দুপুরে উপজেলা সদর আমশো মেডিকেল মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়। এরশাদ উপজেলার কলমা ইউপির শংকরপুর এলাকার তোফাজ্জল ইসলামের পুত্র।
মামলার এজাহার সূত্রে জানায়, গত সোমবার দুপুরে তানোর পৌর এলাকার আমশো মোড়ে এস আই নাজমুল ইসলামসহ সংগীয় ফোর্স অবস্থান নেয়। সে সময় এরশাদ আলী ওই মোড়ের উপরদিয়ে যাওয়ার সময় তার গাড়ী গতি প্রতিরোধ করে তার শরীরে তল্লাশি চালিয়ে দুইশ পিস ইয়াবাসহ তাকে আটক করে ।
তানোর থানার (ওসি) রেজাউল ইসলাম জানান, দুইশ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এসময় একটি মোটরসাইকেলও জব্দ করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জেল হাজতে পাঠানো হয়েছে।
খবর২৪ঘণ্টা.কম/নজ