তানোর প্রতিনিধি : রাজশাহীর তানোরে হিরোইন ইয়াবা গাঁজাসহ ৫ জনকে আটক করেছে পুলিশ। গত শনিবার রাতে মদক বিরোধী অভিযান পরিচলনার সময় উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদেরকে আটক করে। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে তানোর থানায় পৃথক পৃথক ৪ টি মামলা দায়ের করা হয়েছে। এরা হলো শহিদুল ইসলাম(৩৮) জাকির হোসেন(২৮) রায়হান আলী (২৯) সাইদুল ইসলাম (৪৫) ও মামুনুর রশিদ(২২)।
মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, গত শনিবার রাতে থানা পুলিশ ও মুন্ডুমালা ফাাঁড়ি পুলিশ মাদক বিরোধী বিমেষ অভিযান পরিচলনা করার সময় গোপন সংবাদের ভিত্তিতে তানোর পৌর এলাকার রায়তান আকচা গ্রামের হারুন রশিদদের পুত্র শহিদুল ইসলামকে কাশিম বাজার রাস্তার উপর থেকে ১০ হিরোইনসহ তাকে আটক। অপরদিকে পৌর এলাকার আমশো মথুরা পুর গ্রামের বাসের সাহর পুত্র জাকির হোসেন ও একই গ্রামের মফিজ উদ্দিনের পুত্র রায়হান আলীকে ১১ পিচ ইয়াবাসহ আটক করে। অন্যদিকে কুটিপাড়া গ্রামের শাহজাহানের পুত্র সাইদুল ইসলাম ও পাচন্দর ইউপির বানিয়াল গ্রামের সৈবুরের পুত্র মামুনুর রশিদকে ৫০ গ্রাম করে গাঁজাসহ তাদেকে আটক করে পুলিশ।
তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকতা ( ওসি) রেজউল ইসলাম জানান আটককৃতদের রবিবার সকালে জেল হাজতে প্রেরণ করা হযেছে।
খবর২৪ঘণ্টা.কম/নজ