তানোর প্রতিনিধি: রাজশাহীর তানোরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছে। নিহত হলেন, তানোর উপজেলা পাঁচন্দর ইউনিয়নের ইলামদহী গ্রামের মৃত মহাব্বত এর পুত্র বাবুল হোসেন (৪৫)।
বিষয়টি নিশ্চিত করে তানোর থানার অফিসার ইনাচর্জ (ওসি) রেজাউল ইসলাম বলেন, গত এক নভেম্বর কালিগঞ্জ এলাকায় ভটভটি ও ট্রলির সংঘর্ষ ঘটে। এতে বাবুল আহত হয়। প্রথমে তাকে তানোর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা দেওয়া হয়।
পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় রবিবার সকালে বাবুলের মৃত্যু হয়। এই বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে এই কর্মকর্তা জানান।
খবর ২৪ঘণ্টা/ নই
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।