তানোর প্রতিনিধি :
তানোরে গতকাল মঙ্গলবার উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের হলরুমে দিনব্যাপি স্থানীয় পর্যায়ে টেকসই উন্নায়ন অভীষ্ট বাস্তবায়ন (এসডিজি) বিষায়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী মোহাম্মদ গোলাম রাব্বী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডিডিএলজি সালাউদ্দিন অহম্মেদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহনপুর
উপজেলা নির্বাহী অফিসার সানোয়ার হোসেন,উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি লুৎফর হায়দার রশিদ ময়না, ভাইস চেয়ারম্যান আবু বক্কর, মহিলা ভাইস চেয়ারম্যান সোনিয়া সরদার, বাধাইড় ইউপি চেয়াম্যান আতাউল রহমান, পাঁচন্দর ইউপির চেয়ারম্যান আব্দুল মতিন, সরজাই ইউপির চেয়ারম্যান আব্দুল মালেক, চাঁন্দুড়িয়া ইউপির চেয়ারম্যান মজিবুর রহমানসহ সকল কর্মকর্তা সাংবাদিক, শিক্ষক, ইমাম, ও সুশীল সমাজের লোকজনরা উপস্থিত ছিলেন|
খবর ২৪ ঘন্টা/আর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।