তানোর প্রতিনিধি :
রাজশাহীর তানোর উপজেলার বংপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে স্কুলের পাঠদান কার্যক্রম বন্ধ রেখে এক হজ্জযাত্রীর বিদায়ী খাওয়ার অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার ঘটনায় প্রধান শিক্ষক মো. মাহবুবকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। মঙ্গলবার তানোর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. শামিম আহমেদ শোকজ করার বিষয়টির সত্যতা স্বীকার করে বলেন, নির্ধারিত সময়ের আগে কেন বিদ্যালয় ছুটি দেওয়া হয়েছিল সে বিষয়ে প্রধান শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছে।
প্রধান শিক্ষকের জবাব পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। উল্লেখ্য, গত ৫ আগষ্ট বংপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এক হজ্জযাত্রীর বিদায়ী খাওয়া-দাওয়ার অনুষ্ঠানের কারণে দুপুর ১২টার দিকে পাঠদান কার্যক্রম বন্ধ করে বিদ্যালয় ছুটি দিয়ে দেওয়া হয়। এ সংক্রান্ত একটি সংবাদ ৬ আগষ্ট রাজশাহী থেকে প্রকাশিত জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টালে প্রকাশিত হয়।
খবর২৪ঘণ্টা/এমকে