তানোৱ প্রতিনিধি: : রাজশাহীর তানোরে সরকারি নির্দেশনা কে অপেক্ষা করে বিভিন্ন এনজিও গুলো তারা পূর্বের নিয়মে কেন্দ্রে কেন্দ্রে গিয়ে ক্ষুদ্রঋণ গ্রহীতাদের কাছ থেকে কিস্তি আদায় করতে শুরু করেছে। তবে সরকারি নির্দেশনা ৩০শে জুন পর্যন্ত ক্ষুদ্রঋণ গ্রহীতাদের কাছ থেকে কোন কিস্তি আদায় করা যাবে না বলে প্রজ্ঞাপন জারি হলেও এনজিওগুলো তা মানছেন না। তারা ঋণগ্রহীতাদের মোবাইল ফোনে ফোন দিয়ে কিস্তির টাকা কেন্দ্রে নিয়ে যাওয়ার কথা বলছে।
এ নিয়ে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ঋণগ্রহীতা এ প্রতিবেদককে বলেন, দীর্ঘদিন করোনার কারণে আমরা ঠিক মত কাজ কর্ম করতে পারি নাই। লকডাউন উঠে যাওয়ার একদিন পরে আমরা ঠিকমতো কাজকর্ম জোগাড় না করতে পারলেও এনজিওগুলো ঋণের টাকা আদায়ের জন্য এনজিওগুলো যেন মরিয়া হয়ে উঠেছে। আমরা তাদেরকে জিজ্ঞেস করেছিলাম সরকারি নির্দেশনা তো ৩০ শে জুন পর্যন্ত কোন ক্ষুদ্র ঋণ গ্রহীতার কাছ থেকে কিস্তি আদায় করা যাবে না। তারা আমাদেরকে বলেন এরকম নির্দেশনা আমাদের হাতে নাই। আপনারা ঋণ নিয়েছেন এখন ঠিকমতো কিস্তি দিতে হবে।
বিষয়টি নিয়ে উপজেলা নির্বাহি অফিসার সুশান্ত কুমার মাহাতোর সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।খবর২৪ঘন্টা/এবি