তানোরে সন্ত্রাসবাদ মোকাবেলায় ধর্মের ভূমিকা প্যানেল আলোচনা সভা
প্রকাশের সময় :
বৃস্পতিবার, ১৪ জানুয়ারী, ২০২১
তানোর প্রতিনিধি :রাজশাহীর তানোরে আজ বৃহস্পতিবার দুপুরে তানোর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে, মানব কল্যাণ পরিষদ (এমকেপি) রাজশাহীর আয়োজনে, উগ্রবাদ বা সন্ত্রাসবাদ মোকাবেলায় ধর্মের ভূমিকা প্যানেল আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় মানব কল্যাণ পরিষদের প্রজেক্ট ম্যানেজার মনিরা পারভীন এর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও অফিসার
ইনচার্জ রাকিবুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাওলানা মোকশেদ আলী, পুরোহিত সাগর অধিকারী, ফাদার প্যাট্রিক গমেজ, মানব কল্যাণ পরিষদের কো-অর্ডিনেটর শহিদুল ইসলাম, বশির আহমেদ সহ কলেজ, মাদ্রাসা এবং কারিগরি কলেজের শিক্ষার্থী ও সুশীল সমাজের লোকজন উপস্থিত ছিলেন।