নিজস্ব প্রতিবেদক :
এবার রাজশাহীর তানোরে শাশুড়িকে হত্যা করে বাড়ির আঙ্গিনায় পুঁতে রেখে গুম করার চেষ্টা করেছে সখিনা বেগম (২২) নামের এক পুত্রবধু। সে তানোর উপজেলার প্রকাশনগর আদর্শ গুচ্ছ গ্রামের মোস্তাফিজুরের স্ত্রী। নিহত নারীর নাম মোমেনা বেগম (৪৫)। বিষয়টি জানাজানি হয়ে গেলে প্রতিবেশীরা ওই গৃহবধূকে আটক করে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে ও মাটি খুড়ে লাশ উদ্ধার করে। তানোর থানার অফিসার ইনচার্জ ওসি খাইরুল ইসলাম জানান, বুধবার বাড়িতে মোমেনা বেগম ও
তার ছোট ছেলে মোস্তাফিজুর রহমানের স্ত্রী সখিনা বেগম ছিলেন। তার ছোট ছেলে মোস্তাফিজুর ধান কাটার কাজে খুলনায় রয়েছে। সখিনা তার তার শাশুড়িকে হত্যা করে জানিয়েছে, বুধবার সকালে বাড়িতে ধান শুকানোর সময় মুরগি এসে ধান খায়। ওই ঘটনাকে কেন্দ্র করে তার শাশুড়ি মোমেনা বেগমের সাথে কথা কাটাকাটি হয়। দুপুরে তার শাশুড়ি ঘুমিয়ে ছিল। এ সময় তার পুত্রবধূ বাঁশ দিয়ে শাশুড়ির মাথায় উপুর্যপুরি আঘাত করে। বাঁশের আঘাতে তার শাশুড়ি মারা গেলে সে তার শাশুড়িকে বাড়ির আঙ্গিনায় গর্ত
করে পুঁতে রেখে মাটি চাপা দেয়। মাটি চাপা দেয়ার পর পাশের বাড়িতে গিয়ে তার জা মমিনুলের স্ত্রী রীনাকে বিষয়টি জানায়। এরপর বিষয়টি মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়লে প্রতিবেশীরা তাকে আটক করে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে। তাদের থানায় নিয়ে আসা হচ্ছে। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
আর/এস