তানোর প্রতিনিধি :
রাজশাহীর তানোরে শাশুড়িকে কুপিয়ে হত্যার দায়ে পুত্রবধুকে আটক করেছে পুলিশ। গতকাল রোববার বিকেলে সোনিয়া আক্তার রুমি (২৪) নামের ওই গৃহবধূকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আটক করে তানোর থানা পুলিশ। গ্রেফতার হওয়া রুমি তানোর উপজেলার কৃষ্ণপুর জিৎপুর গ্রামের জাহাঙ্গীরের স্ত্রী। জাহাঙ্গীর চাঁপাইনবাবগঞ্জে পূবালি ব্যাংকে গার্ডের চাকুরী করেন। বাড়িতে নিহত জোহরা বেগম তার পুত্রবধুকে নিয়ে থাকতেন। এ তথ্য নিশ্চিত করে তানোর থানার অফিসার ইনচার্জ ওসি রেজাউল ইসলাম জানান, চলতি মাসের ৩ অক্টোবর উপজেলার জিৎপুর গ্রামে নিজ বাড়িতে খুন হন জোহরা বেগম ও তার পুত্রবধু আহত হয়। আহত
পুত্রবধুকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়। এরপর ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের মাঝে হস্তান্তর করা হয়। পরে নিহতের ভাই মোজাফফর হোসেন বাদী হয়ে তানোর থানায় অজ্ঞাতনামা কয়েকজনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন। সেই মামলা তদন্ত করতে গিয়ে অনেক কিছু সামনে আসে। তার প্রেক্ষিতে রোববার তাকে রামেক হাসপাতালে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে রুমি নিজের শাশুড়িকে হত্যা করেছে বলে স্বীকার করে। শাশুড়িকে খুন করার বিষয়টি স্বীকার করায় তাকে হত্যা মামলায় গ্রেফতার
দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়। তবে কি বিষয় নিয়ে খুন হয়ে তা এখনো জানাননি পুলিশ। ওসি আরো জানান, পরকিয়া সম্পর্কের জের ধরে এই খুনের ঘটনা ঘটতে পারে।উল্লেখ্য, গত ৩ তারিখ নিজ বাড়িতে খুন হয় জোহরা বেগম নামের এক নারী। এ ঘটনায় তার পুত্রবধু আহত হয়। আহতকে উদ্ধার করে রামেক হাসপাতালে ভর্তি করা হয়। তাকে চিকিৎসাধীন অবস্থায় আটক করা হয়।
খবর ২৪ ঘণ্টা/এমকে