নিজস্ব প্রতিবেদক :
রাজশাহীর তানোরে মুরগিতে ধান খাওয়াকে কেন্দ্র করে শাশুড়িকে হত্যা করে মাটিতে পুঁতে গুম করার ঘটনায় গৃহবধূ সখিনাকে আদালতের মাধ্যমে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় তানোর থানায় নিহত মোমেনা বেগমের ভাই বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছে। সেই মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে আদালতের মাধ্যমে বৃহস্পতিবার কারাগারে প্রেরণ করা হয়েছে। এ তথ্য নিশ্চিত করে রাজশাহীর তানোর থানার অফিসার ইনচার্জ ওসি খাইরুল ইসলাম বলেন, মোমেনা হত্যার
ঘটনায় তার ভাই বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে। সেই মামলায় গৃহবধূ সখিনাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। উল্লেখ্য, গত বুধবার সকালে বাড়িতে ধান শুকানোর সময় মুরগিতে ধান খাওয়াকে কেন্দ্র করে শাশুড়ি ও তার পুত্রবধূর মধ্যে কথা কাটাকাটি হয়। এরপর দুপুরে তার শাশুড়ি নিজ কক্ষে ঘুমিয়ে ছিল। এ সময় তার পুত্রবধূ বাঁশ দিয়ে শাশুড়ির মাথায় উপুর্যপুরি আঘাত করে। বাঁশের আঘাতে তার
শাশুড়ি মারা গেলে সে তার শাশুড়িকে বাড়ির আঙ্গিনায় গর্ত করে পুঁতে রেখে মাটি চাপা দেয়। বিষয়টি মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়লে প্রতিবেশীরা তাকে আটক করে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে যায়।
আর/এস