বিনম্র শ্রদ্ধা আর যথাযথ মর্যাদায় সারাদেশের ন্যায় রাজশাহীর তানোরে পালিত হল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। দিবসটি উপলক্ষে দিনের প্রথম প্রহরে উপজেলা প্রশাসন, থানা আওয়ামী লীগ,বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান,এতিমখানা, জাতির বীর সন্তান মুক্তিযোদ্ধা ও তানোর প্রেসক্লাব শহীদ মিনারে পুষ্পস্তবকের মাধ্যমে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করেন।পরে তারা র্যালী, আলোচনা সভা, দোয়া মাহফিল ও রচনা প্রতিযোগিতা উপজেলা চত্বরে আয়োজন করেন। আলোচনা সভায় উপজেলা নির্বাহি অফিসার সুশান্ত কুমার মাহাতোর সভাপতিত্বে, অনুষ্ঠানে বক্তব্য রাখেন,উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুণ্ডমালা পৌর মেয়র গোলাম রাব্বানী,সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অফিসার্স ইনচার্জ রাকিবুল ইসলাম, তানোর মহিলা কলেজের অধ্যক্ষ অনুকূল কুমার ঘোষ,চাপড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিল্লুর রহমান, সদ্য নির্বাচিত তানোর
পৌর মেয়র ইমরুল হক,মুণ্ডমালা এর নবনির্বাচিত পৌর মেয়র সাইদুর রহমান, কামারগাঁ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোসলেম উদ্দিন,তানোর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম পাপুল সরকার প্রমুখ। অপরদিকে চাপড়া কৃষি কলেজে দিবসটি উপলক্ষে শহীদ মিনারে পুষ্পস্তবক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় বক্তব্য রাখেন কৃষি কলেজের অধ্যক্ষ ইসাহাক আলী মন্ডল,প্রভাষক ওয়াহিদুজ্জামান বাবু সহ কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। অন্যদিকে তানোর মহিলা ডিগ্রী কলেজ দিবসটি উপলক্ষে শহীদ মিনারে পুষ্পস্তবক,র্যালী, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন,অত্র কলেজের অধ্যক্ষ অনুকূল কুমার ঘোষ, সহকারী অধ্যক্ষ মোরশেদ আলী, মোনসেফ আলী।এ সময় কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
এস/আর