তানোর প্রতিনিধি :রাজশাহীর আজ শনিবার সকালে, উপজেলা হলরুমে ভিডিও কনফারেন্সের মাধ্যমে, আশ্রয়নের অধিকার, শেখ হাসিনার উপহার,এই শ্লোগানকে সামনে রেখে, মুজিব বর্ষ উপলক্ষে সারা দেশের ন্যায়, ভূমি ও, ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয় এর অধীনে তানোরে প্রধানমন্ত্রী কর্তৃক,৫৭টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি গৃহ প্রদানের শুভ উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ভিডিও কনফারেন্স অনুষ্ঠানে উপজেলা নির্বাহি অফিসার সুশান্ত কুমার মাহাতো সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি কামরুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি লুৎফর হায়দার রশিদ ময়না, ভাইস চেয়ারম্যান আবু বক্কর, মহিলা ভাইস চেয়ারম্যান সোনীয়া সরদার, তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অফিসার্স ইনচার্জ রাকিবুল ইসলাম,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তারিকুল ইসলাম সহ উপজেলার প্রতিটি অফিসের কর্মকর্তা কর্মচারী, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, সুশীল সমাজের লোকজন ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।