তানোরে মুক্তিযোদ্ধাদের মাঝে মুজিব কোট শীতবস্ত্র বিতরণ
প্রকাশের সময় :
সোমবার, ২৮ ডিসেম্বর, ২০২০
তানোর প্রতিনিধি: রাজশাহীর তানোরে আজ সোমবার সকালে উপজেলার শহীদ মিনার চত্বরে সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী, সাবেক জেলা আওয়ামী লীগের সভাপতি, বর্তমান তানোর গোদাগাড়ী আসনের সংসদ সদস্য আলহাজ ওমর ফারুক চৌধুরীর ব্যক্তিগত তহবিল হতে ২০ জন মুক্তিযোদ্ধাদের মাঝে মুজিব কোট শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহি অফিসার
সুশান্ত কুমার মাহাতো, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি লুৎফর হাজার রশিদ ময়না, তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অফিসার্স ইনচার্জ রফিকুল ইসলাম,উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার তারিকুল ইসলাম,উপজেলা ভাইস চেয়ারম্যান আবু বক্কর মহিলা ভাইস চেয়ারম্যান সোনিয়া সরদার সহ জাতির শ্রেষ্ঠ সন্তানরা উপস্থিত ছিলেন । এসময় মুক্তিযোদ্ধাদের মাঝে মুজিব কোট শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়।