তানোর প্রতিনিধি: রাজশাহি তানোরে আজ মঙ্গলবার ১১টার দিকে ইসলামী ফাউন্ডেশনের আয়োজনে উপজেলা মডেল মসজিদ এর ভিত্তিপ্রস্তর উদ্বোধন, দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে উপজেলা অডিটর রুমে। দোয়া মাহফিল অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার সুশান্ত কুমার মাহাতো সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর গোদাগাড়ী ১আসনের মাননীয় সংসদ সদস্য, জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি,সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি লুৎফর হায়দার রশিদ ময়না, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শরিফ খান, গোদাগাড়ী উপজেলার যুবলীগের সাবেক সভাপতি শফিকুল সরকার,উপজেলা ভাইস চেয়ারম্যান আবু বক্কর, মহিলা ভাইস চেয়ারম্যান সোনিয়ার সরদার, তানোর থানার অফিসার ইনচার্জ রাকিবুল ইসলাম, তানোর থানা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি খাদেমুল নবী বাবু চৌধুরী, থানা ও পৌর মেয়র পদপ্রার্থী বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক আবুল বাশার সুজন,পাচন্দর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন, তালন্দ ইউপি চেয়ারম্যান আবুল কাশেম, বাধাইড় ইউপি চেয়ারম্যান আতাউর রহমান, তানোর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ প্রদীপ সরকার, তানোর পৌর যুবলীগের সভাপতি রাজীব সরকার হিরো সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। মসজিদটি ২১ কোটি টাকা ব্যয়ে নির্মাণ কাজ শুরু হয়েছে।অপরদিকে এডিবির অর্থায়নে ৮৪ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল তুলে দেন মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী।
খবর২৪ঘন্টা/নই