তানোর প্রতিনিধি: তানোরে বৌদিকে উত্ত্যাক্ত করার অভিযোগে এক দেবরকে ১বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে ভ্রাম্যমান আদালত। সাজা প্রাপ্ত দেবরের নাম সুফল কুমার (৩০) সে তানোর হেন্দুপাড়া গ্রামের মৃত ত্রিনাথের ছেলে।
আজ (২০আগষ্ট) বৃহস্পতিবার দুপুরে তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুশান্ত কুমার মাহাতো ভ্রাম্যমান আদালত বসিয়ে তাকে এ সাজা প্রদান করেন।
এলাকাবাসী ও সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, তানোর হিন্দু পাড়া গ্রামের মৃত ত্রিনাথের ছেলে সুফল কুমার (৩০) দীর্ঘদিন থেকে তাল বৌদিকে বিভিন্ন ভাবে উত্ত্যাক্ত করে আসছিলো। একাধীকবার তাকে নিষেধ করা হলেও সে তার বৌদিকে প্রতিনিয়তই উত্ত্যাক্ত করতে থাকে।
এনিয়ে সুফলের বৌদি তানোর উপজেলা নির্বাহী অফিসারের বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুশান্ত কুমার মাহাতো সুফলকে ১বছর বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান বলেন, আজ (২০আগষ্ট) বৃহস্পতিবার সাজাপ্রাপ্ত সুফলকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
খবর২৪ঘন্টা/নই