তানোর প্রতিনিধি: রাজশাহীর তানোরে বিদ্যুৎপৃষ্ট হয়ে মজিদুল চৌধুরী (৪৭)নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।নিহত মজিদুল চৌধুরী তানোর পৌর এলাকার গোল্লাপাড়া গ্রামের আলহাজ্ব মানিক চৌধুরীর পুত্র। গতকাল বুধবার বেলা ১১টার দিকে গোল্লাপাড়া সিনেমা হল মোড়ের সিরাজ মার্কেটের পিছন থেকে মজিদুলের লাশ উদ্ধার করে পুলিশ।
তানোর থানা এস আই সাইফুল ইসলাম জানান, স্থানীয় লোকজন সকাল ১১টার দিকে গোল্লাপাড়া সিনেমা হলের পাশে সিরাজ মার্কেটের পিছনে মজিদুলকে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তার মরাদেহ উদ্ধার করে। ধারনা করা হচ্ছে রাতে যে কোন সময় মজিদুল মার্কেটের ছাদে উঠেছিল। মার্কেটের উপর দিয়ে ১১হাজার ভোল্টেজের বৈদ্যুতিক তার রযেছে। তারের সঙ্গে লেগে তার মুখ ও শরীরের বিভিন্ন স্থানে পুড়ার চিহ্ন পাওয়া গেছে। পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যার পর তাকে পারিবারিক কবরস্থানে জানাযা শেষে দাফন করা হবে।
তানোর থানা অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেয়া হয়। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
খবর২৪ঘণ্টা.কম/নজ