তানোর প্রতিনিধি : রাজশাহীর তানোরে আজ বৃহস্পতিবার সকালে মুন্ডুমালা উচ্চ বিদ্যালয়ে বিদায় ও বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে ম্যানেজিং কমিটির সভাপতি তাছির উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী ১ তানোর-গোদাগাড়ি আসনের সংসদ সদস্য ও জেলা আ’লীগের সভাপতি আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসারের দায়িত্বে থাকা সহকারী কমিশনার ভূমি আব্দুল্লাহ আল মামুন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আমিরুল ইসলাম,জেলা পরিষদের সদস্য গোলাম মোস্তফা, উপজেলা আ”লীগের সাধারন সম্পাদক আব্দুল্লাহ আল মামুন,উপজেলা যুবলীগের সভাপতি ও কলমা ইউপির চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না,সাধারন সম্পাদক জুবায়ের হোসাইন, বাধাইড় ইউপির চেয়ারম্যান আতাউর রহমান, তানোর পৌর আ”লীগের সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ প্রদীব সরকার,তানোর পৌর যুবলীগের সভাপতি ওহাব হোসেন, সধারন সম্পাদক রাজীব সরকার হিরোসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এসময় আনুষ্ঠান পরিচালনা করেন মুন্ডুমালা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামেল মারডি।
খবর২৪ঘণ্টা.কম/রখ