তানোর প্রতিনিধি :
একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনে বিএনপি মনোনীথ প্রার্থী দলের ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী ব্যারিষ্টার আমিনুল হক তাঁর ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ করেছেন। সোমবার সকাল থেকে তিনি তানোর পৌরসভা ও তালন্দ ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পথসভা করেন। গণসংযোগকালে তিনি বলেন, আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে গণতন্ত্রকে পুনরাদ্ধার করতে হবে। সরকার ধানের শীষের জোয়ার দেখে ভয়ে ভীত হয়ে সারা দেশে
বিএনপির প্রার্থীদের উপর হামলা ও মিথ্যা মামলা দায়ের করছেন। তাই আগামী নির্বাচনে সাবাই মিলে ধানের শীষে প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে। এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি মফিজ উদ্দিন, উপজেলা বিএনপির সভাপতি মোজাম্মেল হক খাঁন,সাধারন সম্পাদক ও তানোর পৌরসভার মেয়র মিজানুর রহমান মিজানসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতা কর্মীরা।
খবর ২৪ ঘন্টা/এমকে
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।