তানোর প্রতিনিধি :
রাজশাহীর তানোর উপজেলার কামারগাঁ বাজারে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন জুয়েলের ভাইয়ের দোকানে আগুন দিয়েছে আ’লীগ সমর্থকরা। সোমবার দুপুরে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়।জাকির হোসেন অভিযোগ করে জানান, কাঁমারগাঁ বাজারে তার ভাই আফাজের দোকানে আগুন দেয় স্থানীয় আ’লীগ সমর্থকরা। তারা
দোকানটি পুড়িয়ে দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল বলে জানা গেছে। তিনি আরো অভিযোগ করেন, নির্বাচনের আগে এবং পরে আ’লীগ সমর্থকরা এলাকার বিএনপি-জামায়াত নেতাকর্মীদের হয়রানি করছে। এ বিষয়ে তানোর থানার ওসি রেজাউল ইসলাম জানান, বিষয়টি শুনেছি। খোঁজ নিয়ে দেখা হচ্ছে।
খবর ২৪ ঘণ্টা/আর