তানোর প্রতিনিধি: রাজশাহীর তানোরে বেলপুকুরিয়া গ্রামের নবম শ্রেনীতে পডুয়া ১৫ বছরের শিশুকন্যা মৌসুমী খাতুন বাল্য বিয়ে হতে রক্ষা পেল। এঘটনায় থানা পুলিশ মেয়ের পিতাসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে। ঘটনা ঘটেছে মঙ্গলবার দিবাগত রাতে তানোর পৌর এলাকার বেলপুকুরিয়া গ্রামে। এঘটনায় কাজি সালাউদ্দীনসহ ৮ জনের নামে থানায় মামলা হয়েছে। গতকাল বুধবার দুপুরে গ্রেপ্তরকৃতদের জেল হাজতে পাঠানো হয়েছে।
এরা হলো বর রাজিব হাসানের দুলাভাই রায়হান ওরোফে রতন (৩৫), ফুপা জয়নাল (৪২), কালনা গ্রামের ইমাম ইয়াদুল্লা (৫৫), মেয়ের পিতা মোসলেম উদ্দীন (৪০)ও চাচা সাইদুর রহমারকে (৪৫) ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করে পুলিশ।
এলাকাবাসি ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, তানোর পৌর এলাকার বেলপুকুরিয়া গ্রামের মোসলেম উদ্দীনের মেয়ে মৌসুমী খাতুনের সঙ্গে উপজেলার কলমা ইউনিয়নের চকরহমতপুর গ্রামের আব্দুর সালামের পুত্র রাজিব হোসেনর (২৪) বিয়ে ঠিক হয়। বিয়ের দিন ধার্য করা হয় গত মঙ্গলবার রাতে।
বিয়েটি সম্পূর্ণ করতে সকল আয়োজন হাতে নিয়েছেন মেয়ের পিতা। মাংস, পোলাও ভাতসহ অনেক রকমের রান্না হয়ে গেছে। বর পক্ষের লোকজন ও কনের বাড়িতে হাজির হয়েছে। বিয়ে রেজেষ্ট্রি ও কলমা হয়ে রাতের খাবার খাবে। এরি মধ্যে বাল্য বিয়ের বিষয়টি থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে এসআই রায়হান সরদারসহ সঙ্গীয় ফোর্স ঘটনাস্থল গিয়ে তাদেরকে আটক করে থানায় নিয়ে আসে। পরে উপজেলা সমাজসেবা অফিসার মতিনূর রহমান বাদি হয়ে বাল্য বিবাহ প্রতিরোধ আইনে বর, বরের পিতা কাজীসহ ৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
তানোর থানা অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল ইসলাম বলেন, বাল্য বিয়ের অপরাধে তাদেরকে গ্রেফতার করে বুধবার জেল হাজতে প্রেরন করা হয়েছে। বাকি আসামীদের আটক করার জোর চেষ্টা চলছে।
খবর২৪ঘণ্টা.কম/নজ