তানোর প্রতিনিধি :
রাজশাহীর তানোরে রুনা খাতুন (১৪) নামের নবম শ্রেণীর ছাত্রীর বাল্য বিয়ে বন্ধ করে দিল তানোর উপজেলা নিবার্হী কর্মকর্তা। বুধবার রুনা খাতুনের বিয়ের সকল আয়োজন করেছেন তার পিতা রবিউল ইসলাম। বেলা ১১টার দিকে তানোর পৌর এলাকার গোল্ল্াপাড়া গ্রামের রুনা খাতুনের বাড়িতে তানোর উপজেলা নিবার্হী কর্মকর্তা হাজির হন। ই্উএনও কে দেখে
রুনার পিতা-মাতা বিয়ে বাড়ি ছেড়ে পালিয়ে যান। এদিকে তানোর র্পৌ এলাকার আমশো গ্রামের বরের লোকজন বিষয়টি জানতে পেরে বিয়ে করতে রুনা খাতুনের বাড়িতে আসেননি।
তানোর উপজেলা নিবার্হী কর্মকর্তা নাসরীন বানু বলেন, ফোনে বিষয়টি শোনার পর বাল্য বিয়ে বন্ধ্য করি। মেয়েটি তানোর বালিকা বিদ্যালয়ের নমব শ্রেণীর ছাত্রী।
আর/এস