তানোর প্রতিনিধি: বাড়াবো প্রাণিজ আমিষ গড়বো দেশ-স্বাস্থ্য মেধা সমৃদ্ধির বাংলাদেশ স্লোগানকে সামনে রেখে প্রাণিজ সেবা সপ্তাহ উদ্বোধন করা হয়েছে। দিবসটি উপলক্ষে সকাল উপজেলা পরিষদ থেকে একটি শোভাযাত্রা প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সহকারী কমিশনার ভূমি আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে ও প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: আব্দুল মজিদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর উপজেলা পরিষদের চেয়ারম্যান এমরান আলী মোল্লা ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুর রহিম, মহিলা ভাইস চেয়ারম্যান বন্দনা রানী, কৃষি কর্মকর্তা শফিকুল ইসলাম, ভেটোনারী সার্জন সাইফুল ইসলাম,মিশ্রন সহকারী রমজান আলীসহ সরকারী কর্মকর্তা ও খামারীগন উপস্থিত ছিলেন। পরে তানোর সরকারী প্রাথমিক বালিকা বিদ্যালয়ের ছাএীদের মাঝে দুধ ও ডিম বিতরন করা হয়।
খবর২৪ঘণ্টা.কম/রখ