1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
তানোরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের ওপর এলাকাবাসীর হামলা - খবর ২৪ ঘণ্টা
বুধবার, ২৩ জুলাই ২০২৫, ০৯:১৯ অপরাহ্ন

তানোরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের ওপর এলাকাবাসীর হামলা

  • প্রকাশের সময় : সোমবার, ১৩ এপ্রিল, ২০২০

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর তানোরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেটের ওপর হামলার ঘটনা ঘটেছে। আহত ম্যাজিস্ট্রেট জেলা প্রশাসনের সহকারী কমিশনার। তবে তার নাম জানা যায়নি। আজ সোমবার সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, তানোরের আমশো উচ্চ বিদ্যালয়কে প্রাতিষ্ঠানিক কোয়ারান্টাইনের জন্য নির্ধারণ করা হয়। আজ বিকেলে পরিদর্শনে যান নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ৪ জন আনসার সদস্য। কিন্তু গ্রামে করোনাভাইরাসের প্রাতিষ্ঠানিক কোরেন্টাইন করা হচ্ছে জেনে এলাকাবাসী তাতে ক্ষুব্ধ হন এবং বাধা দেওয়ার জন্য ওই মাঠে জড়ো হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট তাদের সামাজিক দূরত্ব বজায় রাখার আহ্বান জানান। তবে এলাকাবাসী সেই নির্দেশ উপেক্ষা করে এগিয়ে আসতে শুরু করে। এ সময় ম্যাজিসেট্রট সাথে থাকা আনসার বাহিনীর সদস্যরা নির্দেশনা পালনের জন্য এলাকাবাসীর দিকে এগিয়ে গেলে শুরু হয় উত্তেজনা।

একপর্যায়ে এলাকাবাসী আনসার বাহিনীর সদস্যদেরকে পেটাতে শুরু করেন এবং এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটকে মারধর করেন। এতে নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ তিন আনসার সদস্য আহত হন। পরে সরকারী কাজে বাধা দেওয়ার কারণে একজনকে আটক করা হয় । তিনি হলেন, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল মালেক। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে ৬ মাসের কারাদণ্ড দেয়া হয়। তানোর থানার ওসি রাকিবুল ইসলাম বলেন, নির্বাহী ম্যাজিস্ট্রেটের ওপর হামলার ঘটনায় আটক একজনকে ভ্রাম্যমান আদালতে ছয় মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।

এই ঘটনায় এখনও কোনো মামলা হয়নি বিষয়টি পরে জানা যাবে।

এমকে

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By Khobor24ghonta Team