তানোর প্রতিনিধি : রাজশাহীর তানোর থানার নাশকতা মামলায় তানোর উপজেলা কলমা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের জামায়াতের সভাপতি ও কলমা ইউনিয়ন পরিষদের সদস্য সেকেন্দার আলীকে (৪২) গ্রেফতার করেছে তানোর থানা পুলিশ। সোমবার রাতে নিজ বাড়ি কলমা ইউপির হেড বিল্লিগ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল ইসলাম জানান, নাশকতা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। গত ৫ সেপ্টেম্বর কামারগা ইউনিয়নের বারোঘরিয়া বাজারে রাতে বিএনপি-জামায়াত নেতা-কর্মীরা গোপনে বৈঠক করছিল সে সময় পুলিশ অভিযান চালিয়ে ৮ টি পেট্রোল বোমাসহ জামায়াত নেতা ওবাইদুর রহমানকে আটক করেন। সেই মামলায় সেকেন্দার আসামী ছিলেন।
খবর২৪ঘণ্টা.কম/জেএন
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।