তানোর প্রতিনিধি :
রাজশাহীর তানোরে গরু বোঝাই নসিমন উল্টে শাহ আলম নামের এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আরো ১০ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে রাজশাহী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের নাম পাওয়া যায়নি। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে তানোর উপজেলার জিওল মোড়ে এ ঘটনা ঘটে।
জানা গেছে, বুধবার বেলা ১১টার দিকে গরু ব্যবসায়ীরা রাজশাহী সিটি হাটের উদ্দেশ্যে যাচ্ছিল। পথে তারা জিওল এলাকায় পৌঁছালে নসিমনটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই একজন গরু ব্যবসায়ী নিহত হয় ও অন্তত ১০ জন আহত হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
খবর পেয়ে তানোর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। আইনি প্রক্রিয়া শেষে লাশ উদ্ধার করা হবে।
এ বিষয়ে তানোর থানার ওসি রেজাউল ইসলাম বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
খবর২৪ঘণ্টা/এমকে