নিজস্ব প্রতিবেদক :
রাজশাহীর তানোরে দেড় হাজার পিস ইয়াবাসহ মমিরুল ইসলাম মন্টু নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে রাজশাহী জেলা গোয়েন্দা পুলিশ। জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। পুলিশ জানায়, রাজশাহী জেলা গোয়েন্দা শাখার একটি দল পরিদর্শক মোস্তাক আহম্মেদের নের্তৃত্বে বৃৃহস্পতিবার তানোর
থানার কাশিমবাজার এলাকায়ন পৌঁছালে। আমান কোল্ড স্টোরের সামনে মাদক বিক্রির জন্য অবস্থান করা মমিরুল ইসলাম @ মন্টুকে আটক করা হয়। এ সময় তার দেহ তল্লাশী করে ডান হাতে থাকা কালো রংয়ের একটি কাপড়ের ব্যাগের ভিতর ৮টি প্লাষ্টিকের প্যাকেট উদ্ধার করা হয়। যার ৭টি প্যাকেটের মধ্যে ২০০ পিস করে ইয়াবা ছিলো ও একটি প্যাকেটে আরো ১০০ পিস ইয়াবা পাওয়া যায়। পরে তাকে আটক করে নিয়ে যাওয়া হয়।
আর/এস