তানোর প্রতিনিধি: রাজশাহীর তানোরে আবারও করুণায় আক্রান্ত হয়েছেন টেকনাফ আসা এক যুবক। বিষয়টি নিশ্চিত করেছেন তানোর থানার অফিসার্স ইনচার্জ রাকিবুল ইসলাম। তিনি জানান ওই যুবক গত ১৭ ই মে টেকনাফ থেকে তার নিজ বাড়ি তানোর উপজেলার পাচন্দর ইউনিয়নের কোয়েল হাট গ্রামে। তিনি ওই গ্রামের রুহুল আমিনের পুত্র শাহিন আলম। তিনি বাড়ি আসার পর থেকে এলাকাবাসী তাকে হোমকোৱেন্ট রাখে। গত 2 জুন তার নমুনা পরীক্ষার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। গত ৫ ই জুন রাত্রে গভীর রাতে তার নমুনা পজেটিভ আসে। আজ সকালে উপজেলা নির্বাহি অফিসার সুশান্ত কুমার মাহাতো তার বাড়ি লকডাউন করে দেয়। এ নিয়ে তানোর স্বাস্থ্য কমপ্লেক্সের টি এইচ এ রোজি আরা খাতুন জানান আমি সেখানে ডাক্তার পাঠিয়ে চিকিৎসা দিয়েছি। তার বাসাটা লকডাউন এর জন্য উপজেলা নির্বাহী অফিসারের কাছে একটি চিঠি প্রেরণ করেছি। এনিয়ে সর্বমোট তানোরে ১৩ জন করোনাই আক্রান্ত হল।