তানোর প্রতিনিধি :
রাজশাহীর তানোরে জামায়াত ইসলামীর সরনজাই ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী সুয়াইবুর রহমানকে আটক করেছে পুলিশ। তিনি সরনজাই ইউনিয়নের ওয়ার্ড সদস্য। গতকাল সোমবার রাতে তাকে নিজ এলাকা থেকে আটক করা হয়।তানোর থানার অফিসার ইনচার্জ ওসি রেজাউল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, তানোর উপজেলার তালন্দ এলাকায় ককটেল উদ্ধারের ঘটনায় দায়ের হওয়ায় মামলায় জামায়াত নেতা ইউপি সদস্য সুয়াইবুরকে গ্রেফতার করা হয়েছে। তাকে সেই মামলায় গ্রেফতার দেখিয়ে
আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। উল্লেখ্য, তানোর উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রহিম, উপজেলা জামায়াতের আমীর সিরাজুল ইসলাম, মুন্ডমালা পৌর জামায়াতের আমীর মাও. আনিসুর রহমান, তানোরের কলমা ইউপির ওয়ার্ড সদস্য জামায়াত নেতা সেকেন্দার আলীসহ আরো বেশ কয়েকজন বিভিন্ন মামলায় গ্রেফতার হয়ে কারাগারে রয়েছেন।
খবর ২৪ ঘণ্টা/এমআর