তানোর প্রতিনিধি: রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ের ভূমি অধিগ্রহণ শাখার উদ্যোগে জমি মালিকদের ক্ষতিপূরণ অর্থের চেক জনসম্মুখে বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে গোল্লাপাড়া সিনেমা হল সংলগ্ন বিদ্যুৎ উপকেন্দ্র নির্মাণ স্থানে .৫০ একর জমি অধিগ্রহণের জন্য জমির মালিকদের কাছে ২টি চেক বিতরণ করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চেক ২টি ভূমি মালিকদের হাতে তুলে দেন রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো: সাবেত আলী। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মুহা: শওকাত আলী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: আব্দুল্যাহ আল মামুন, ভূমি অধিগ্রহণ অফিসার জান্নাতারা তিথী, অতিরিক্ত ভূমি অধিগ্রহণ অফিসার মতিউর হরমান, স্থানীয় কাউন্সিলর আব্দুল লতিব মন্ডল প্রমুখ।
জানা যায়, নর্দান ইলেকট্রিসিটি সাল্পাই কোম্পানী লিমিটেড (নেসকো) ৩৩/১১ কেভি বিদ্যুৎ উপকেন্দ্র নির্মাণের জন্য সরকার .৫০ একর জমি অধিগ্রহণ করেন তানোর পৌর এলাকার গোল্লাপাড়া গ্রামের মোহাম্মদ আলী ও মান্নান গাইনের কাছ থেকে ক্রয় করে। আর তাদের জায়গার ক্ষতিপূরণের টাকা ২টি চেকে ৯,৪০৫৫৭.০৮ (নয় লক্ষ চল্লিশ হাজার পাঁচ শত সাতান্ন টাকা আট পয়সা) ও ৬০০১৫২.৮৬ (ছয় লক্ষ একশত বাহান্ন টাকা ছিয়াশি পয়সা) টাকা প্রদান করা হয়।
খবর২৪ঘণ্টা.কম/নজ