নিজস্ব প্রতিবেদক : তানোরে ছাত্রাবাস থেকে সুজন আলী (২২) নামের এক কলেজ ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার সকালে তানোর পৌর সদরের উম্মা হানি ছাত্রাবাস থেকে ওই কলেজ কলেজ ছাত্রের লাশ উদ্ধার করা হয়। ওই কলেজ ছাত্র তানোর উপজেলার বনকেশর গ্রামের মতিউর রহমানের পুত্র ও তানোর সরকারী আব্দুল করিম সরকার ডিগ্রী কলেজের একাদশ শ্রেনীর মানবিক বিভাগের ২য় বর্ষের ছাত্র। জানা গেছে, ছাত্রাবাসের একটি কক্ষে কলেজ ছাত্র সুজন একাই থাকতো। রোববার সকালে ছাত্রাবাসে ওই ছাত্রের লাশ পড়ে
থাকতে দেখে স্থানীয়রা তানোর থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে নিয়ে যায়। পরে ময়নাতদন্তের জন্য লাশ রাজশাহী মেডিকেল কলে হাসপাতালে মর্গে পাঠায়। এ বিষয়ে তানোর থানার অফিসার ইনচার্জ ওসি রাকিবুল ইসলাম বলেন, ছাত্রবাস থেকে লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ঘুমের ট্যাবলেট খেয়ে কলেজ ছাত্র সুজন আত্মহত্যা করে থাকতে পারে। প্রকৃত তথ্য জানার জন্য লাশের ময়নাতদন্ত করা হবে। রিপোর্ট হাতে পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।
আর/এস