রাজশাহীর তানোরে চোলাইমদসহ ১ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে তানোর থানা পুলিশ। গ্রেপ্তারকৃতের নাম ইদ্রিস আলী (৫৭)। সে তানোর উপজেলার দেওতলা গ্রামের মৃত মনির উদ্দিন ছেলে।
বৃহস্পতিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) রাকিবুল হাসানের নেতৃত্বে তানোর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোয়াজ্জেম হোসেন এসআই জসীম উদ্দিনসহ সংগীয় ফোর্সসহ অভিযান ৫লিটার চোলাইমদসহ তাকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করেন।
তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) রাকিবুল হাসান বলেন, এঘটনায় তানোর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেপ্তারকৃতকে শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। তিনি বলেন, তানোর উপজেলাকে মাদকমুক্ত করতে ব্যাপক অভিযান চলছে যা অব্যহত রয়েছে।
এস/আর