নিজস্ব প্রতিবেদক :
রাজশাহীর তানোর থানার পুলিশ কন্সটেবল মুনশি’র দায়িত্বরত এরশাদ আলীর স্ত্রী মাহাফুজা আক্তার পলি (৩২) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। পলি দুই সন্তানের জননী। গত বৃহস্পতিবার দিবাগত রাতে তানোর পৌর এলাকার হাজী কছিম উদ্দীনের ভাড়া বাড়িতে এ ঘটনা ঘটে। পলির বাড়ি বগুড়া জেলার শেরপুরে ও এরশাদের বাড়ি বগুড়ার ধুনট উপজেলায়।
জানা গেছে, পুলিশ কন্সটেবল এরশাদ আলীর স্ত্রী পলি দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন। বৃহস্পতিবার রাতের কোন এক সময় পলি নিজ শয়নকক্ষে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পরে শুক্রবার সকালে এরশাদ তার স্ত্রীর ঘরে তাকে ডাকতে গিয়ে দেখেন তার স্ত্রী গলায় উড়না পেচিয়ে গ্রীলের সাথে ঝুলন্ত অবস্থায় রয়েছে। এ অবস্থা দেখে তিনি থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরিবারের আবেদনের প্রেক্ষিতে লাশ ময়নাদন্ত ছাড়াই নিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হয়।
এ বিষয়ে তানোর থানার ওসি রেজাউল ইসলাম বলেন, মৃত পলির পরিবারের লোকজনের আবেদনের প্রেক্ষিতে লাশ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে। তাদের পক্ষ থেকে কোন অভিযোগ করা হয়নি। অভিযোগ না থাকায় লাশ দেওয়া হয়েছে। মৃত পলি মানসিক রোগী ছিলেন বলে তার বাবা-মা পুলিশকে জানিয়েছে।
খবর২৪ঘণ্টা/এমকে