তানোৱ প্রতিনিধি: তানোরে একটি বানর খাবার অভাবে এখন মানুষের বাড়িতে বাড়িতে ঘুরছে। আজ সন্ধ্যা বেলায় তানোর পৌর এলাকার বেলপুকুরিয়া গ্রামে বানরটি খাবারের জন্য মানুষের বাড়ির বারান্দাতে বসে থাকতে দেখা গেছে। তাকে দেখার জন্য উৎসুক জনতা ভিড় জমায়। অনেকে বানরটিকে বাড়ি থেকে ভাত খাবার দেয়। কেউ কেউ তাকে আবার লিচু কলা রুটি খেতে দেয়। বানরটি বসে বসে খেয়ে সেখানে একটি গাছের উপরে উঠে বসে থাকতে দেখা গেছে। এলাকাবাসী বলছেন বানরটিকে ধরে কোন পার্কে দিলে সেখানে তার যত্ন হত। তারা খাবারের কষ্ট হতো না।
এমকে