তানোর প্রতিনিধিঃ রাজশাহীর তানোরে সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবনমান উন্নয়নে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় কর্তৃক প্রদত্ত বরাদ্দের সূবিধাভোগীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলার নির্বাহী অফিসার মুহাঃ শওকাত আলীর সভাপ্রতিত্বে প্রধান অতিথি ছিলেন রাজশাহী জেলার বিভাগীয় কমিশনার নুর-উর রহমান ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বন্ধনা রানী, কৃষি অফিসার শফিকুল ইসলাম, পানি সম্পদ কর্মকর্তা আবদুল মজিদ, বিএমডিএ সহকারী প্রকৌশলী শরিফুল ইসলাম,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আমিরুল ইসলাম, সমাজসেবা অফিসার মতিনুর রহমান, প্রাথমিক শিক্ষা অফিসার শামীম আহম্মেদ খান, মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা খতুন, যুব উন্নয়ন কর্মকর্তা খালেকুজ্জামান, আনসার ভিডিপি কর্মকর্তা সেলীনা আক্তার, রাজশাহী জেলা পারগানা সভাপতি মিস্টার কামাল মার্ডি প্রমুখ।
খবর২৪ঘণ্টা.কম/নজ