তানোর প্রতিনিধি: রাজশাহীর তানোরে এই প্রথম করোনার উৎসর্গ নিয়ে এক বৃদ্ধা মৃত্যুবরণ করেছেন। তার নাম মকবুল হোসেন(৭৫)। ঘটনাটি ঘটেছে উপজেলার কামারগাঁ ইউনিয়নে কামারগা গ্রামে। জানা গেছে, গত ২৫ শে জুন তার দুই ছেলে মোবারক হোসেন ও আব্দুর রাজ্জাক করোনায় আক্রান্ত হয়।
এরপর ওই বাড়িটি উপজেলা নিবার্হী অফিসারের নির্দেশে লক ডাউন করে দেওয়া হয়। রবিবার বেলা দুইটার দিকে মকবুল হোসেন করোনার উপসর্গ নিয়ে তার নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন।
এ নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচএ রোজি আরা খাতুনকে তার নমুনা সংগ্রহের বিষয়ে জানতে চাওয়া হলে তিনি জানান মৃত্যুর দুই ঘণ্টার মধ্যে নমুনা সংগ্রহ করতে হয়। কিন্তু আমাদেরকে খবর দিয়েছে মৃত্যুর তিন ঘন্টার ও পরে। তাই মৃত ব্যক্তির নমুনা সংগ্রহ করা যায়নি। এ নিয়ে তানোর থানার অফিসার ইনচার্জ রাকিবুল ইসলাম জানান, তাদের পরিবারের লোকজন দাফন সম্পন্ন করার সম্মতি যাপন করাই হোম কনটেন্টের লোকজনকে ডাকা হয়নি।
খবর২৪ঘন্টা/নই