নিজস্ব প্রতিবেদক :
রাজশাহীর তানোর উপজেলা থেকে ৪টি ককটেল ও ৪টি পেট্রোল বোমাসহ ওবায়দুল হক (৪৭) নামের এক জামায়াতের রোকনকে আটক করেছে পুলিশ। আটক জামায়াতের নেতা তানোর থানার বারঘরিয়া এলাকার গিয়াস উদ্দিনের ছেলে। গতকাল সোমবার গভীর রাতে তানোর থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে। তার
বিরুদ্ধে থানায় বিশেষ ক্ষমতা ও বিস্ফোরক দ্রব্য আইনে তানোর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এ তথ্য নিশ্চিত করে রাজশাহী জেলা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার আব্দুর রাজ্জাক বলেন, পুলিশ অভিযান চালিয়ে জামায়াত নেতা ওবায়দুল হককে ৪টি ককটেল ও ৪টি পেট্রোল বোমাসহ আটক করেছে। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
খবর২৪ঘণ্টা/এমকে