রাজশাহীর তানোরে উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন কর্মসুচীর মধ্যদিয়ে ৭ই মার্চ পালন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে ৬ই মার্চ রাত থেকে বিভিন্ন সরকারী বে-সরকারী ও শায়ত্বসাশিত ভবনে আলোকসয্যা করা হয়।
৭ই মার্চ সূর্যদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তলন, জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতীকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, শিক্ষার্থীদের চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগীতা অংশ গ্রহনকারীদের মধ্য পুরুস্কার বিতরণ আলোচনা সভা।
তানোর উপজেলা পরিষদের শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুশান্ত কুমার মাহাতো।
তানোর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সানাউল্লাহ আহম্মেদের পরিচালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) রাকিবুল হাসান, তানোর উপজেলা পরিষদ নারী ভাইস চেয়ারম্যান সোনিয়া সরদার।
তানোর পৌর সভার নবনির্বাচিত মেয়র ইমরুল হক, মুন্ডমালা পৌর মেযর সাইদুর রহমান, তানোর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সিদ্দিকুর রহমান, তানোর উপজেলা প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।
এসময় বিভিন্ন সরকারী ও বে-সরকারী দপ্তরের কর্মকর্তা কর্মচারী মুক্তিযোদ্ধা, শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন। পরে সন্ধ্যায সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।এছাড়াও চাপড়া কৃষি কলেজে, জাতীয় পতাকা উত্তোলন,৭ মার্চের বঙ্গবন্ধুর ভাষণ,আবৃতি,চিত্রাঙ্কন, সংগীত, নৃত্য প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন,কৃষি কলেজের অধ্যক্ষ ইসাহাক আলী মন্ডল সহ শিক্ষক-কর্মচারীরা উপস্থিত ছিলেন।