তানোর প্রতিনিধি : রাজশাহীর তানোরে আসন্ন মুন্ডুমালা নির্বাচনে আ’লীগের মনোনীত প্রার্থী মুণ্ডমালা পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক আমির হোসেন আমিন আজ বিকালে রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহি অফিসার সুশান্ত কুমার মাহাতো কার্যালয় থেকে মনোনয়নপত্র উত্তোলন করেছেন । এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি লুৎফুল
হায়দার রশিদ ময়না, সাধারণ সম্পাদক জুবায়ের হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু বক্কর, বাধাইড় ইউপি চেয়ারম্যান আতাউর রহমান, পচন্দর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন, কলমা ইউপি চেয়ারম্যান মাইনুল ইসলাম স্বপন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাম কমল সাহা, দপ্তর সম্পাদক জিল্লুর রহমান, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ওয়াজির রহমান প্রতাপ সরকার, পৌর যুবলীগের সভাপতি রাজীব সরকার হিরো, কামারগা আওয়ামীলীগের সভাপতি ফজলে রাব্বী ফরহাদ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।