তানোর প্রতিনিধি :
রাজশাহীর তানোর উপজেলার ১নং কলমা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের জামায়াত সমর্থিত ওয়ার্ড সদস্য ডা. সেকেন্দার আলীকে আটক করেছে পুলিশ। বুধবার দুপুর দেড়টার দিকে তাকে উপজেলার আজিজুপুর থেকে আটক করে তানোর থানা পুলিশ। তিনি উপজেলার কলমা ইউনিয়নের বিল্লী গ্রামের আবুল কাশেমের ছেলে। তবে কি মামলায় তাকে আটক করা হয়েছে তা জানায়নি পুলিশ। কিছুদিন আগেই তিনি রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান। চলতি বছরেই বেশ কয়েকবার ককটেল উদ্ধারসহ পুলিশের দেওয়া বিভিন্ন মামলায় আটক হন তিনি।জানা গেছে, বুধবার দুপুর দেড়টার দিকে ইউপি সদস্য ডা. সেকেন্দার আলী নিজ বাড়ি বিল্লী থেকে আজিজপুর দিয়ে তানোর সদরে যাচ্ছিলেন। পথে তিনি
আজিজপুর মোড়ের কাছে পৌঁছালে তানোর থানার এসআই রহিম সঙ্গীয় ফোর্সসহ তাকে আটক করে। তাকে কি মামলায় আটক করা হয়েছে তা জানায়নি পুলিশ। আটকের সময় পুলিশের কাছে কোন মামলায় আটক করা হচ্ছে এমন বিষয় সাংবাদিকরা জানতে চাইলে পুলিশ কিছু না জানিয়েই তাকে আটক করে নিয়ে চলে যায়। এদিকে, বিএনপির আরেক কর্মী হাবিবুর রহমান হাবিবকে আটক করেছে পুলিশ। তিনি তানোর পৌর এলাকার গুবির পাড়ার বাসিন্দা। এ বিষয়ে তানোর ওসি রেজাউল ইসলামের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।
খবর ২৪ ঘন্টা/এমকে