1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
তানোরে অজ্ঞাত রোগে পল্লী চিকিৎসকসহ ৬ জনের মৃত্যু, সেই গ্রামে ঢাকার বিশেষজ্ঞ দল - খবর ২৪ ঘণ্টা
সোমবার, ১৪ জুলাই ২০২৫, ০৬:২৫ পূর্বাহ্ন

তানোরে অজ্ঞাত রোগে পল্লী চিকিৎসকসহ ৬ জনের মৃত্যু, সেই গ্রামে ঢাকার বিশেষজ্ঞ দল

  • প্রকাশের সময় : সোমবার, ৪ ফেব্রুয়ারী, ২০১৯

নিজস্ব প্রতিবেদক : 
রাজশাহীর তানোর উপজেলার বাধাইড় ইউনিয়নের বহরইল গ্রামে হঠাৎ করেই অজ্ঞাত রোগে পল্লী চিকিৎসকসহ ৬ জনের মৃত্যু হয় ও আরো বেশ কয়েকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। তারা কী রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন তা কেউ বলতে পারেনি। হঠাৎ করেই মানুষ মারা যাওয়ার কারণে ওই গ্রামের মানুষদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তবে গ্রামবাসীর মৃত্যুর প্রকৃত কারণ জানতে সেই গ্রামে ঢাকা থেকে একটি বিশেষজ্ঞ দল যান। তারা সেখানে গিয়ে মানুষের সাথে কথা বলেন এবং স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন থাকা রোগীদের সাথে কথা বলেন। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে চিকিৎসক দলটি তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ৬ জনের সঙ্গে কথা বলেন। এরপর ওই গ্রাম পরিদর্শনে যান দলটি। গ্রাম পরিদর্শন শেষে বিশেষজ্ঞ দলটি সাংবাদিকদের জানান, আতঙ্কিত হওয়ার মতো কোনো রোগ পাওয়া যায়নি। অজ্ঞাত রোগের কোনো সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় আতঙ্কিত হওয়ার কিছু নেই। খোঁজ নিয়ে জানা গেছে, চিকিৎসক দল গ্রামের কিছু মানুষের রক্তের নমুনা সংগ্রহ করে পরীক্ষা-নিরীক্ষা করবেন। এরপরই নিশ্চিত হওয়া যাবে আসলে কী রোগে তাদের মৃত্যু হয়েছে। তাই এর আগে বিষয়টি নিয়ে অহেতুক আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন ঢাকা থেকে আসা বিশেষজ্ঞ চিকিৎসক টিম ও স্বাস্থ্য কর্মকর্তারা। তানোর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রোজিয়ারা খাতুন বলেন, সর্বশেষ রোববার এক পল্লী চিকিৎসকের মৃত্যু হয়। তিনি বহরইল গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে ইমাম আলী বাবু (৩৮)। তাকেসহ এক সপ্তাহে ওই গ্রামে ৬ জনের মৃত্যু হয়। অন্য মৃতরা হলেন, নুরী বিবি (৬৫), জনাব আলী (৪৫) ও চারদিনের এক নবজতাক শিশু মারা যায়। এর একদিন পর সোমবার (২৮ জানুয়ারি) সমসের আলী (৬৫) এবং চলতি সপ্তাহের শনিবার (২ ফেব্রুয়ারি) রাহেলা বেগম (৪৮) নামের আরও এক গৃহবধূ মারা যান। আর অসুস্থ হয়ে স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি হয়েছেন ওই গ্রামের জামেনুর রহমানের স্ত্রী শেফালি বিবি (৩৫), মৃত আনেসুর রহমানের স্ত্রী সেমেজান বিবি (৫০), আব্দুল গাফফারের স্ত্রী আপেজান বিবি (৪৮) ও দাউদ আলীর স্ত্রী বাদেনুর খাতুন (৩৫)। রোববার রাতে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে ওই গ্রামের শফিকুল ইসলামের ছেলে জিয়াউল হক জিয়া (২৫) ও আব্দুল হকের ছেলে সানাউল্লাহ (৩২)। টিএইচও ডা. রোজিয়ারা খাতুন বলেন, সুস্থ্য মানুষের হঠাৎ করে বুক জ্বালা, শরীরে ব্যথা ও খিঁচুনি শুরু হচ্ছে। এরপর জ্ঞান হারিয়ে ফেলছেন। মারা যাওয়া ছয়জনের মধ্যে পাঁচজনেরই মৃত্যু হয়েছে একইভাবে। তিনি আরো বলেন, ১০ সদস্যের একটি মেডিকেল টিম গত শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত বহরইল গ্রামে গিয়ে মৃত্যুর কারণ ও নমুনা সংগ্রহ করেছে। অজ্ঞাত রোগে মানুষ মারা যাওয়ার খবর পেয়ে সোমবার সকালে সেই গ্রামে যান রাজশাহী জেলা প্রশাসক এস এম আবদুল কাদের ও রাজশাহী সিভিল সার্জন ডা. সঞ্জিত কুমার সাহা। রাজশাহীর তানোর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) চৌধুরী মোহাম্মদ গোলাম রাব্বী বলেন, বহরইল গ্রামে গত একসপ্তাহে ছয়জনের মৃত্যু ও বেশ কয়েকজন অসুস্থ্য হয়ে স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি হয়েছেন। ঢাকা থেকে একটি বিশেষজ্ঞ টিম গ্রাম পরিদর্শন করেছেন। এবার হয়তো প্রকৃত বিষয় জানা যেতে পারে।

খবর ২৪ ঘণ্টা/আরএস

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By Khobor24ghonta Team