তানোর প্রতিনিধি : রাজশাহীর তানোরে মঙ্গলবার বিকালে উপজেলা অডিটিরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে সর্বস্তরের জনপ্রতিনিধি, কর্মকর্তা অধ্যাক্ষ,প্রধান শিক্ষকগণ, ইমাম, ধর্মযাজক, পুরোহিত, এনজিও প্রধান এবং স্থানীয় সাংবাদিকদের নিয়ে মত বিনিময সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় উপজেলা নির্বাহী অফিসার শওকাত আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলার জেলা প্রশাসক এস এম আব্দুল কাদের । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্ল্যাহ আল মামুন, তানোর থানার ভারপ্রপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুর রহিম, মহিলা ভাইস চেয়ারম্যান বন্দনা রানী। এসময় উপস্থিত ছিলেন, কলমা ইউপির চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি লুৎফর হায়দার রশিদ ময়না, বাধাইড় ইউপির চেয়ারম্যান আতাউর রহমান, পাঁচন্দর ইউপির চেয়ারম্যান আব্দুল মতিন, তালন্দ ইউপির চেয়ারম্যান আবুল কাশেম, কামারগাঁ ইউপির চেয়ারম্যান মোসলেম উদ্দিন, চান্দুড়িয়া ইউপির চেয়ারম্যান মজিবুর রহমান, কৃষি অফিসার শফিকুল ইসলাম, প্রাণী সম্পদ অফিসার আব্দুল মজিদ, মাধ্যমিক শিক্ষা অফিসার আমিরুল ইসলাম প্রমুখ।
সভাটি পরিচালনা করেন প্রাথমিক শিক্ষা অফিসার শামীম আহম্মেদ।
খবর২৪ঘণ্টা.কম/নজ