ঢাকাশুক্রবার , ১৫ ফেব্রুয়ারি ২০১৯
আজকের সর্বশেষ সবখবর

তানোরের বিল্লী স্কুলের ছাত্রী ১৩ দিন ধরে নিখোঁজ

omor faruk
ফেব্রুয়ারি ১৫, ২০১৯ ৮:০৫ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক : 
রাজশাহীর তানোর উপজেলার বিল্লী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর ছাত্রী আঞ্জুয়ারা খাতুন (বৃষ্টি) (১১) গত ১৩ দিন ধরে নিখোঁজ রয়েছে। ১৩ দিনেও তার সন্ধান মেলেনি। নিখোঁজের ১৩ দিনেও সন্ধান না মেলায় তার মা সেলিনা বেগম শোক হতবিম্বল হয়ে পড়েছেন। নিখোঁজ স্কুলছাত্রী চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল থানার বিল্লী কাজিপাড়া গ্রামের মৃত আজাহার আলীর মেয়ে। চলতি মাসের ২ তারিখ আনুমানিক সকাল ৮টার দিকে নিজ বাড়ির পাশের রাস্তা থেকে নিখোঁজ হয়ে যায়। নিখোঁজ স্কুলছাত্রী আঞ্জুয়ারা খাতুন বৃষ্টির মা সেলিমা বেগম জানান, চলতি মাসের ২ তারিখ শনিবার সকালে বৃষ্টি গ্রামের মকতব থেকে পড়া শেষে বাড়িতে ফিরে। এরপর বাড়ি থেকে বের হয়ে রাস্তার দিকে যায়। অন্যান্য দিন মাদ্রাসা থেকে ফিরে সকালের নাস্তা খেয়ে সে স্কুলে চলে যায়। কিন্ত সেদিন সে

মাদ্রাসা থেকে ফিরে এসে বাইরে রাস্তার দিকে গিয়ে আর ফিরে আসেনি। তিনি আরো জানান, তিনি মনে করেছিলেন হয়তো সে স্কুলে চলে গেছে। দুপুর ১২টার দিকে ঘরের মধ্যে তার বই দেখতে পেয়ে খোঁজাখুজি শুরু করে কিন্ত তাকে কোথাও খুঁজে পাওয়া যায়নি। তারপর থেকে বিভিন্ন স্থানে খোঁজ নিয়েও তার সন্ধান পাওয়া যায়নি। সন্ধান না পাওয়ায় তারা শোকে বিহম্বল হয়ে পড়েছেন। তিনি তার মেয়ের সন্ধান দাবি করেছেন। তার সন্ধান পেলে তাকে জানানোর জন্য অনুরোধ জানিয়েছেন। বৃষ্টির মা সেলিনা বেগম-০১৭৬৮-০৩০৭৯৩। এ বিষয়ে নাচোল থানার অফিসার ইনচার্জ ওসি চৌধুরী জুবায়ের আহমেদ বলেন, এ বিষয়ে থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

খবর ২৪ ঘণ্টা/আর

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।