তানোর প্রতিনিধি: রাজশাহীর তানোর উপজেলার দুইটি পৌরসভার কর্মচারীরা রাজস্ব খাত থেকে বেতন-ভাতা ও অবসর ভাতা চালুর দাবিতে ঢাকায় গিয়ে আন্দোলন করছেন। এ কারনে উপজেলার দুটি পৌরসভার কার্যালয়ে অচল অবস্থা সৃষ্টি হয়েছে।এতে করে দুই পৌরসভার নাগরিকরা দুর্ভোগ পোহাচ্ছেন।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, বেশ কিছু দিন ধরে পৌরসভার কর্মচারীরা দাবি আদায়ের লক্ষে আন্দোলন করছেন। এর অংশ হিসেবে গত ১৪ জুলাই থেকে ঢাকার জাতীয় প্রেসক্লাবের সামনে তারা মহাসমাবেশ শুরু করেন। সমাবেশে যোগদিতে প্রতিটি পৌরসভার অধিকাংশ কর্মচারীরা এখন সেখানে অবস্থান করছেন। ফলে দুই পৌরষভার প্রায় সবধরনের কার্যক্রাম বন্ধ রয়েছে।
পৌরসভার কয়েকজন কর্মকর্তা কর্মচারীর সঙ্গে কথা বলে জানা গেছে, পৌরসভা বন্ধ থাকায় টিকাদান কর্মসূচি,কর সংগ্রহ নাগরিক সনদ প্রদান, ট্রেড লাইসেন্স, জম্ম-মৃত্যুর সনদ, নিবন্ধনসহ প্রতিদিন পৌরসভা থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজ চলে। কিন্তু পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা ঢাকায় থাকায় এসব কার্যক্রম প্রায় বন্ধ হয়ে পড়েছে। এতে করে ব্যাহত হচ্ছে নাগরিক সেবা।
এনিয়ে তানোর পৌরসভার মেয়র মিজানুর রহমান বলেন, কর্মচারীরা না থাকায় কার্যালয় তালাবদ্ধ। আমরা নাগরিকদের কোন সেবাই দিতে পারছিনা। ফলে সকালে কর্যালয়ে গিয়ে সেবা নিতে আসা নাগরিকদের বকাঝকা শুনতে হচ্ছে।
খবর২৪ঘণ্টা, এমকে